বন্দর প্রতিনিধি : রবিবার ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সান্দ্রা মেকার্সি হলে সকাল ১১টায় এক জমকালো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বিশিষ্ট শিল্পপতি শিক্ষানুরাগী সমাজ সেবক ও মাদরাসার সভাপতি আলহাজ্ব এম জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা অফিসার শুক্লা সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক.ম.নূরুল আমিন।বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি শুক্লা সরকার।তিনি ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতিচর্চা ও খেলাধুলায় আরও উৎসাহিত হতে উপদেশ প্রদান করেন।প্রতিষ্ঠানটিতে মাদরাসা শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যাবস্থা থাকায় মাদরাসা কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে প্রতিষ্ঠানের প্রশংসা করেন।মাদরাসায় একটি এতিমখানা রয়েছে জেনে এখানে একটি মেয়েদের এতিমখানা খোলার পরামর্শ দেন।এসময় মাদরাসা কতৃপক্ষ এখানে বৃদ্ধানিবাস ও মেডিকেল সেন্টার অচিরেই চালু হবে বলে জানিয়েছেন।এসময় আরও উস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ,শিক্ষকশিক্ষিকামন্ডলী,কর্মচারীগন,ছাত্রছাত্রীবৃন্দ ও বিভিন্ন এলাকা হতে আগত অভিভাবকগন।