জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ঘুষ দূর্ণীতির অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা সাব রেজিষ্ট্রার সুব্রত কুমার দাসের অপসারণ ও শাস্তির দাবীতে রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসি ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের প্রধান গেটের সামনের থানারঘাট-নতুনমাটি সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এলাকাবাসি,দলিল লেখক,দলিল লেখকদের সহকারী ও দলিল দাতা-গ্রহীতা এ মানববন্ধনে অংশ নেয়। এমনকি পথচারিরাও তার কার্যকলাপে অতিষ্ঠ্য হয়ে এ মানববন্ধনে এসে যোগ দেয়। এ মানববন্ধন চলাকালে দলিল লেখক শিমুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, হাবিবুল্লাহনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যন মহির উদ্দিন, কামরুল হাসান হিরোক, নেসারুল হক, আকাশ মিয়া, ,অন্তু আজমল, নাজিম শেখ,লাবলু মিয়া প্রমুখ। বক্তারা বলেন,সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে তা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। তারপরেও অদৃশ্য শক্তির বলে তিনি প্রায় দুই সপ্তাহ ধরে স্বপদে বহাল তবিয়তে রয়েছেন। আমরা অবিলম্বে এই ঘুষখোর,দূর্ণীতিবাজ,অসাধু সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের দৃষ্টান্তমুলক শাস্তি ও অপসারণ দাবী করছি। দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান।
উল্লেখ্য,শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসসহ তার কার্যালয়ের কয়েকজন কর্মচারীর ঘুষ বাণিজ্য ও ঘুষের টাকা লেনদেনের ২৩টি ভিডিওচিত্র গত ১৭ আগষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই ভিডিওগুলি দেশব্যাপী ভাইরাল হয়ে যায়। পরে ২২ আগস্ট দেশের বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গনমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রচার হয়। এ নিয়ে একাধিক ইলেক্ট্রনিক্স মিডিয়ায় টক শোও অনুষ্ঠিত হয়েছে। তারপর থেকে একে একে বেরিয়ে আসছে সাব রেজিস্ট্রার সুব্রত কুমার দাসের নানা অনিয়ম দূর্ণীতি ও ঘুষ লেনদেনের চিত্র। যা এখন টক অব দা শাহজাদপুরে পরিণত হয়েছে। অপরদিকে এখনও স্বপদে বহাল থাকায় শাহজাদপুরবাসি ক্রমশ এর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠছে। তারই অংশ হিসেবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।