বন্দরে আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০১৯ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ সেপ্টেম্বর সকালে বন্দর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার শুক্লা সরকার। সভাপতির বক্তব্যে ইউএনও বলেন,এই পূজোতে আমি সবার হাস্যোজ্জ্বল মুখ দেখতে চাই। পূজোকে সফল করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা উপজেলা প্রশাসন গ্রহন করবে। আমি ২৬টি মন্ডবেই ঘুরব। আশা করি বন্দরের পূজো দেশের সবচেয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। নিজেরা সোচ্চার থাকলে কোন অপ-শক্তিই পূজোকে পন্ড করতে পারবে না। আমি সর্বক্ষন আপনাদের পাশে আছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা আফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আফিফা খান,নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন,মহানগরের সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা,বন্দর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকম নুরুল আমিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আব্দুল কাদির, বন্দর থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর দাস,সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস,কোষাধ্যক্ষ শান্তিরঞ্জন দাস,সুজন দাস প্রমূখ।