সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি: ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকায় সম্প্রতি আসার কারণে শনিবার কুষ্টিয়ার ভেড়ামারা পৌর এলাকার ২নং ওয়ার্ডের নওদাপাড়ার চুন্নু মল্লিকের বাড়িসহ ৩টি বাড়িতে লক ডাউন করেছে পৌর কতৃপক্ষ। অন্য দুটি বাড়ি হলো ৩ নং ওয়ার্ডের আলী আজমের বাড়ি ও ৪ নং ওয়ার্ডের ৩ নং ব্রীজ এলাকায় সোহেলের বাড়ি।
পৌর এলাকার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ তথ্য নিশ্চিত করেছেন ।
জানা যায়, সম্প্রতি ঐবাড়িগুলোর সদস্যরা সম্প্রতি ঢাকা ও নারায়নগঞ্জ থেকে ভেড়ামারা পৌর এলাকায় আসে। একারণে করোনা বিস্তার রোধের ব্যবস্থা হিসেবে বাড়িগুলো লক ডাউন করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।