সাইফুল ইসলাম, ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
মুজিববর্ষের ক্ষণগণনার শুভ উদ্বোধন উপলক্ষে শুক্রবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন৷ উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ।প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজালাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন, মোকারিমপুর ইউনিয়নেরর চেয়ারম্যান আব্দুস সামাদ, ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক জাহাঙ্গীর হোসেন জুয়েল সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, জয়যাত্রা টেলিভিশনের ভেড়ামারা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রীবৃন্দ। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক পরিদর্শন শেষেে একই স্থানে শেষ হয়।