সাইফুল ইসলাম ভেড়ামারা(কুষ্টিয়া) প্রতিনিধি:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে পৃথিবীর বুকে বাংলাদেশ নামে একটি নতুন স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। প্রতি বছর বাংলাদেশে দিবসটি যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়। তারই ধারাবাহিকতায় দিবসটি উপলক্ষে গতকাল স্মাইল ফর অল এসএফএর আয়োজনে ও মীনা আর্ট স্কুলের সহযোগিতায় একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এবারের চিত্রাঙ্কন প্রতিযোগিতার স্লোগান ছিলো ‘এসো ছবি আঁকি রং তুলিতে বাংলাদেশ দেখি’। চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় অবস্থিত ‘এসএফএ পাবলিক লাইব্রেরীতে’ দুই ক্যাটাগরিতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুলের প্রায় শতাধিক শিশু। যাদের মাঝে ‘ক’ বিভাগের ৪-৭ বছর বয়সী শিশুদের চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিলো, যেমন খুশি তেমন আঁকো এবং ‘খ’ বিভাগের ৮-১২ বছর বয়সী শিশুদের চিত্রাঙ্কনের বিষয়বস্তু ছিলো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, জাতীয় স্মৃতিসৌধ, শহীদ মিনার, সংসদ ভবন, জাতীয় পতাকা, গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ মেলা ও শ্রমজীবী মানুষের চিত্র। প্রতিযোগিতায় ‘ক’ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করে ৫২নং কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আকিদ মেহমুদ, দ্বিতীয় হয়েছে রহিমা বেগম একাডেমীর মোঃ রাবেয়া বিশ্বাস তুরী, তৃতীয় হয়েছেন টেসল এর তাহাসিন। ‘খ’ বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করেছেন ৫২ নং কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইরাব শাহরিয়ার, দ্বিতীয় হয়েছেন গার্লস স্কুলের অর্পিতা রানী সরকার, তৃতীয় হয়েছেন টেসল স্কুলের সাদিরা আক্তার স্মৃতি। উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সম্মানিত অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, পোড়ারদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয়য়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহঃ সিনিয়র শিক্ষক মোছাঃ মারুফা ইয়াসমিন, ৫২ নং কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল বাসার। এছাড়া উপস্থিত ছিলেন, হাফিজুর রহমান পরিচালক মিনা আর্ট স্কুল। এসএফএ’র পক্ষ থেকে আয়োজনে অংশগ্রহণ করেন, সহ সভাপতি আল বুখারি অনিক, সাধারণ সম্পাদক মোঃ টুটুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ঈশিয়া জান্নাত, যোগাযোগ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, যুগ্ম প্রচার সম্পাদক শারমিন শাহানাজ শেপু, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মিঠুন আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরজু রহমান, কার্যকারি সদস্য খালিদ মাহমুদ, ঈসতিয়াক আহমেদ, মুন বিশ্বাস সহ সূচি, জীম, হাবিবা, মেঘা, খাদিজা, প্লাবন। আয়োজনের এক পর্যায়ে শিশুদের জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় শিশুদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মত। বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতাটি।